অক্সিজেন দিয়ে কুকুরের প্রাণ বাঁচালেন ক্রু
প্রকাশিত : ১১:৪৫, ১৩ জুলাই ২০১৮

উড়ন্ত বিমানে কুকুরকে অক্সিজেন সরবরাহ করে প্রাণ বাঁচিয়েছেন বিমানের কেবিন ক্রু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক উড়ন্ত বিমানে এ ঘটনা ঘটে।
মার্কিন বিমান জেটব্লু-তে করে পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ফ্লোরিডা থেকে ম্যাসাচুসেটস যাচ্ছিলেন মাইকেল নামের এক ব্যক্তি।
কিন্তু গত বৃহস্পতিবারের ওই যাত্রায় বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হয় তাকে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাইকেল বলেন, বিমানের মধ্যে আমরা সবাই অক্সিজেনের অভাব হালকাভাবে অনুধাবন করছিলাম। তবে ডার্কি সেটা নিতে পারেনি।
এ সময় বিমানের ক্রু এসে অক্সিজেনের একটি মাস্ক ডার্কির মুখে ধরার পর সে স্বস্তি পায়। আমি ভালোভাবে তার মুখে মাস্ক ধরে রাখি।কয়েক মিনিটের মধ্যেই সে চনমনে হয়ে যায়। পরে অবশ্য আর কোনো সমস্যা হয়নি। এসময় তিনি ওই ক্রুকে ধন্যবাদ জানান।
তিনি জানান, কুকুরকে অক্সিজেন দিয়ে বাঁচানোর বিষয়টি হয়তো অনেকে ভ্রু কুঁচকে দেখেছে। তবে আমার কাছে মনে হয়, প্রত্যেক প্রাণীর জীবনের মূল্য আছে।
এমএইচ/
আরও পড়ুন